সিলেটের যে এলাকায় ১৭ অক্টোবর বিদ্যুৎ থাকবে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২১, ৬:২৪:৩৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আগামী রবিবার (১৭ অক্টোবর) সকালে ৩ ঘণ্টা সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, উন্নয়নমূলক কাজ ও গাছের ডাল-পালা কাঁটার জন্য ১১ কেভি ফিডারের অধীনস্থ নগরীর শাহজালাল উপশহরের ব্লক-এ, বি, সি ও ডি এবং তেররতন ও আশপাশ এলাকায় রবিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত- এই ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


