তাইওয়ানে বহুতল ভবনে আগুন লেগে ৪৬ মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২১, ৪:৪৮:৩২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর কাওসিউংয়ের একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় অন্তত ৪৬ মৃত্যুর খবর জানিয়েছে হংকংভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৪১ জন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩২ জনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর আরও ১৪ জনের মৃত্যু হয়। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।