জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে যুক্তরাজ্য নিসচা শাখার প্রস্তুতিমূলক সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২১, ৩:৩৮:৪৪ অপরাহ্ন
লন্ডন অফিস: ‘গতিসীমা মেনে চলি,সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে যুক্তরাজ্য নিসচা’র প্রস্তুতিমূলক সভা ১৩ অক্টোবর বুধবার ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় যুক্তরাজ্যে সভাপতি সেলিম আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী সহ আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, ট্রেজারার আছাওর আলি, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও হাসান চৌধুরী।
সভায় নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির ব্যাপারে আলোচনা করা হয়।