চার দিন পার হলো সিলেটে করোনায় মৃত্যুহীন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২১, ২:০৬:২১ অপরাহ্ন
সিলেট অফিস : চার দিন পার হলো সিলেট বিভাগে কেউ করোনাক্রান্ত হয়ে মারা যাননি। সর্বশেষ চব্বিশ ঘন্টায় এ বিভাগে করোনারোগী শনাক্ত হয়েছেন ১৬ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে কোনো করোনাক্রান্ত ব্যক্তি মারা যাননি। মৃতের সংখ্যা তাই ১১৬৯ জনই আছে।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১১ জন, মৌলভীবাজারের ৫ জন রয়েছেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি।
৬২৮ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২.৫৫




