কুমিল্লা শান্ত, দোষীদের আইনের আওতায় আনা হবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২১, ১০:৩৬:২৮ অপরাহ্ন
সিলেট অফিস : কুমিল্লার পরিস্থিতি এখন শান্ত। শহরে বিজিবি টহল দিচ্ছে। মোড়ে মোড়ে র্যাব, পুলিশ, আনসার মোতায়েন রয়েছে। গতকাল সকালে শহরের নানুয়া দীঘির পাড় এলাকার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার খবর ছড়িয়ে পড়ে। এতে উত্তেজনা তৈরি হয়। শুরু হয় বিক্ষোভ। এ সময় সংঘর্ষে পুলিশের ৩ কর্মকর্তাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার রাতে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনা…. আমার মনে হয় কেউ ‘সাবোটেজ’ করে করেছে কিনা, এটা দেখার বিষয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে ঘটনা ঘটানোর সাহস ….বিশ্বাস হচ্ছে না। তারপরেও দেখা যাক… সবকিছু এখন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার করব প্রকৃত ঘটনা কী?’
তিনি বলেন, ‘প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।’




