সুনামগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২১, ১:৪৪:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতরা হলেন ছাতক উপজেলার কৈতক গ্রামের লায়েক, হৃদয় ও নাজমুল ইসলাম। আজ রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্র জানায়, মোটরসাইকেল আরোহী তিনজনই দূর পাল্লার যাত্রীবাহি বাসের ছাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। ঘাতক বাস পালিয়ে যাওয়ায় চিহ্নিত করা যায়নি। শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।