২ হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলা : বহিস্কৃত যুবলীগ নেতা গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২১, ১২:৫৭:৫৮ অপরাহ্ন
সিলেট অফিস : ২ হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস বহিষ্কৃত যুবলীগ নেতা এএইচএম ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অত্মগোপনে থাকা ফুয়াদকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দুটি মানি লন্ডারিং ও আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।