লণ্ডনে সৈয়দ সাজিদুর রহমানের সাথে শ্রীরামসি গ্রামের নেতৃবৃন্দের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২১, ১২:০৫:৫৭ অপরাহ্ন
লণ্ডন অফিস : যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জগন্নাথপুর-সুনামগঞ্জের কৃতি সন্তান সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সাথে শ্রীরামসি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা ১০ অক্টোবর রোববার স্থানীয় এক সেন্টারে অনুষ্ঠিত হয়।
পূর্ব লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও লন্ডন মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য মোহাম্মদ আঙ্গুর আলীর প্রাণবন্ত সঞ্চালনায়, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোহেব আহমেদ। পরে ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে শাহাদাৎ বরনকারী, জাতির জনক, সর্বকালের শ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ৩১ আগস্ট ১৯৭১ সালে শ্রীরামসি গ্রামের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এবং প্রধান অতিথিকে নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
সভাপতির সূচনা বক্তব্যের পর আরও বক্তব্য রাখেন, মিল্টন কিন্স আওয়ামী লীগের সভাপতি এলাইস মিয়া মতিন, কলচেস্টার আওয়ামী লীগের সভাপতি লয়লুছ মিয়া, লন্ডন আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিন, কাজী আসাদুর রহমান আগন, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন, পূর্ব লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, সুরুজ আলী, মতিউর রহমান জগলু, উমর আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা আব্দুস শহিদ ইব্রাহিম, ছোটু মিয়া, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেব আহমেদ, আব্দুল সালাম মুরাদ, মাহবুব হোসেন, সালেহ আহমেদ, আলী হোসেন ও মূসা মহসিন প্রমুখ।