বি চৌধুরীর ৯১তম জন্মদিন পালন : স্পেকট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভির আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২১, ১২:৫৯:৪২ অপরাহ্ন
লণ্ডন অফিস : সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ৯২ বছরে পদার্পণ করলেন। সোমবার (১১ অক্টোবর) ছিল তাঁর ৯১তম জন্মদিন। বর্ণাঢ্য জীবনের অধিকারী বি. চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরের সুপরিচিত মুন্সেফবাড়ির নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। সাবেক এই রাষ্ট্রপতির ৯১তম জন্মদিন উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশ মধ্য বাড্ডার দলীয় কার্যালয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে— নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক বিতরণ, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
প্রফেসার বি চৌধুরীর জন্মদিন পালন করে লণ্ডনের স্পেকট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভি। অনুষ্ঠানে বি চৌধুরীর জীবনের উপর আলোকপাত করেন সাবেক প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারী জাহাঙ্গীর আলম, কলকাতার বিশিষ্ট কবি নেতাজী শতবার্ষিকী মহাবিদালয়ের প্রফেসার কৃষ্ণা মিত্র, বিকল্পধারা যুক্তরাজ্যের প্রেসিডেন্ট লিবডেম দলীয় আগামী নির্বাচনে রেডব্রীজ চার্চফিল্ড ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী অহিদ উদ্দিন, স্পেকট্রাম বাংলা রেডিও অন লাইন টিভি পরিচালক মিছবাহ জামাল। ফ্রেন্ডস অব হার্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মাহমাদুর রশীদ, জয়েন্ট সেক্রেটারী মনসুর আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠানে বি চৌধুরীর শতবর্ষ জীবন কামনা করা হয়।
বি. চৌধুরী একজন কৃতী ছাত্র ছিলেন। ১৯৪৭ সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। তিনি ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। বি. চৌধুরী যুক্তরাজ্যের তিনটি রয়েল কলেজ অব ফিজিশিয়ানস লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো এবং এফআরসিপি লাভ করেন।