গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মারা গেলেন আরও ১৪ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২১, ৫:২৯:২৩ অপরাহ্ন
সিলেট অফিস : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭১৩ জনে।
নতুন শনাক্ত হয়েছেন ৫৪৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭০১ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮২১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৯ লাখ ৯৮ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ।