বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ তাহির আলীর ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২১, ৬:১০:০৪ অপরাহ্ন
আলহাজ্ব মোহাম্মদ তাহির আলী
লণ্ডন অফিস: টাওয়ার হ্যামলেটসের শেডওয়েল জামে মসজিদের ট্রেজারার ও ট্রাষ্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ তাহির আলী (৯২) আজ সোমবার ভোর পৌনে দুইটায় রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম হাজী তাহির আলী সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার উপদেষ্টা, ভয়েস ফর জাস্টিস ইউকের অর্থ সচিব, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি, প্রস্তাবিত ওয়ান পাউণ্ড হাসপাতালের দাতা সদস্য, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সদস্য, রেনেসাঁ সাহিত্য মজলিসের উপদেষ্টা, স্কুল গভর্নর সহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনেরর সাথে জড়িত ছিলেন ।
বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ তাহির আলী ১৯৫৭ সালে তিনি যুক্তরাজ্যে আসেন। প্রথমে ব্রাডফোরড বসবাস করেন ও পরে লণ্ডনে চলে আসেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, বিনয়ী, পরোপকারী। মৃত্যুর আগ পর্যন্ত শেডওয়েল মসজিদের খেদমত করে গেছেন।