সিলেটে ‘ছাদ থেকে পড়ে’ ব্যবসায়ীর মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২১, ৫:২৬:৪০ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট শহরের আম্বরখানা এলাকায় চার তলা বাসার ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর সোমবার ভোরে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল আউয়াল এক মাস থেকে ওই বাসায় বসবাস করতেন। ভোর ৫ টা ১২ মিনিটে সিসিটিভি ক্যামেরার ফুটেজে বাসার ছাদ থেকে তাকে পড়ে যেতে দেখা যায়। তবে তিনি কীভাবে পড়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
আব্দুল আউয়াল (৬০) নামের নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার গোলকপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। তিনি নগরীর জিন্দাবাজারে আল হামরা শপিং সিটির আলিফ কালেকশন নামের একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।



