সিলেটে করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে, মৃত্যু ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২১, ২:৩৭:৪৩ অপরাহ্ন
সিলেট অফিস : গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) বিভাগের ৭৮৭ জনের নমুনা পরীক্ষা করে মাত্র ৬ জনের করোনা শনাক্ত করা হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৭৬। এর আগে চলতি মাসেই সর্বনিম্ন শনাক্তের হার রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ১১।
বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭২১ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন রোগী। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৬৯ জন।
আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে করোনার সংক্রমণ ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিম্নমাত্রায় ছিল। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণের হার। গত জুন মাসের শেষ দিক থেকে ঊর্ধ্বগতিতে বাড়তে থাকে সংক্রমণ। সে সময় থেকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩০ শতাংশের ওপরে শনাক্ত করা হতো। জুলাই ও আগস্ট মাসে সেটি ৪০ শতাংশে পৌঁছায়। এদিকে গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে করোনা শনাক্তের হার নিম্নমুখী হতে থাকে। চলতি মাস থেকে বিভাগে আক্রান্তের হার ১ থেকে ২–এ ওঠানামা করছিল। আজ রোববার সেটি ১ শতাংশের নিচে নেমে এসেছে।




