মৌলভীবাজারে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির বিশেষ সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২১, ২:২২:২০ অপরাহ্ন
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার বিশেষ সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল ৯ অক্টোবর শনিবার। জেলা শাখার সভাপতি ছালেহ আহমদ সেলিম এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলুর পরিচালনায় শহরের শমসেরনগর সড়কের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এ বিশেষ সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি দুরুদ আহমদ, নসিবুর রহমান, মোঃ সেকুল ইসলাম ও ফাতেমা বেগম পপি, অর্থ বিষয়ক সম্পাদক এমদাদ আহমদ খান, আইন বিষয়ক সম্পাদক এড. উমায়রা ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী এম এ ইউসুফ শরিফ ও নির্বাহী সদস্য শেখ ফয়েজ আহমদ। উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য কামরুল ইসলাম ও মোছাঃ মিতু বেগম।
সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্তগুলো হলো : প্রতি ইংরেজী মাসের প্রথম শনিবার সকাল ১১টায় মাসিক সভা ও এতে সকল সদস্য উপস্থিত থাকা, প্রতি শনিবার মানবাধিকার লংঘন বিষয়ক আবেদন/অভিযোগের শুনানী ও এতে সকল সদস্য উপস্থিত থাকা, মানবাধিকার লংঘনের বিষয় পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য ৭ সদস্যবিশিষ্ট পরিদর্শন-পর্যবেক্ষণ টিম গঠন, ৩ সদস্যবিশিষ্ট অর্থ উপ-কমিটি গঠন, মাসিক ১শ টাকা সদস্য অনুদান নির্ধারণ এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ বিষয়ক সম্পাদকের যৌথ নামে একটি ব্যাংক একাউন্ট খোলা।
সভায় সভাপতির সমাপনী বক্তব্যের পর উপস্থিত সবার মধ্যে সংগঠনের সদস্য পরিচয়পত্র বিতরণ করা হয়। সবশেষে উপস্থিত সদস্যবৃন্দকে সভাপতি ছালেহ আহমদ সেলিম, সহ-সভাপতি নসিবুর রহমান ও সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলুর সৌজন্যে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।


