বাবার মৃত্যুর খবর পেয়ে মেয়েও মারা গেলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২১, ১১:৩৭:৪৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : বৃদ্ধ বাবার মৃত্যুর খবর পেয়ে শোক সইতে না পেরে রাবেয়া খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে নীলফামারি জেলার ডোমার উপজেলার হরিচড়া ইউনিয়নের জোরপাখুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
রাবেয়া খাতুনের ভাই হারুন অর রশিদ জানান, গতকাল ভোর ৫টার দিকে আমার বাবা মজিবুল হক (৭৫) মারা যান। বাবার মৃত্যুর খবরটি আমার বোনকে ফোন করে জানালে শোক সইতে না পেরে বাবার মৃত্যুর ১০ মিনিট পরেই সে স্ট্রোক করে মারা যায়।
নিহত রাবেয়া খাতুন নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীছাপ দোলাপাড়া এলাকার মো. আজগর আলীর স্ত্রী। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বাবা ও মেয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল ১১টার দিকে রাবেয়া খাতুনের স্বামীর বাড়ি লক্ষ্মীছাপ থেকে তার মরদেহ নিয়ে আসা হয় বাবার বাড়ি ডোমারে।
মেয়ের মৃতদেহ বাবার বাড়ি ডোমারে নিয়ে আসলে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। বাদ জোহর ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাবা ও মেয়ের একসঙ্গে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।