চীনা প্রেসিডেন্টের প্রত্যয় তাইওয়ান দখলে নেওয়ার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২১, ৭:১১:৪৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে চীনা ভূখণ্ডে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, যেভাবেই হোক তাইওয়ানের সঙ্গে একত্রীকরণ প্রক্রিয়া সফল করতে হবে। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের সঙ্গে চীনের উত্তেজনা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরইমধ্যে এমন বিস্ফোরক মন্তব্য করলেন শি জিনপিং। খবর বিবিসির।
শি জিনপিং বলেন, এই পুনরেকত্রীকরণ শান্তিপূর্ণভাবেই অর্জিত হওয়া উচিত। কিন্তু একইসঙ্গে তিনি সতর্ক করে দেন যে বিচ্ছিন্নতাবাদীদের থামাতে চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে। ১৯১১ সালে বিপ্লবের মাধ্যমে চীনের রাজপরিবারকে ক্ষমতা থেকে উচ্ছেদের বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শি বলেন, তাইওয়ানের সঙ্গে চীনের পুনরেকত্রীকরণ শান্তিপূর্ণভাবে হওয়াটাই সার্বিকভাবে চীনের স্বার্থের অনুকুল হবে। হংকংএর ক্ষেত্রে যেমনটা হয়েছে, সেভাবেই তাইওয়ানের ক্ষেত্রেও ‘এক দেশ দুই পদ্ধতি’ ভিত্তিতে এই একত্রীকরণ হোক – এমনটাই তিনি চান।
যদিও তার এমন বক্তব্যের জবাবে তাইওয়ান বলেছে, তাদের দেশের ভবিষ্যৎ তার জনগণের হাতেই থাকবে। তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করে, কিন্তু চীন তাদের দেখে একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে। তাইওয়ানকে চীনের মূলভূমির সাথে আবার যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বেইজিং। গত কিছুদিন ধরেই রেকর্ড সংখ্যায় চীনা যুদ্ধবিমান তাইওয়ানের বিমান-প্রতিরক্ষা এলাকার মধ্যে ঢুকেছে। কিছু কিছু বিশ্লেষক বলেছেন, চীনা যুদ্ধবিমানের এই উড্ডয়নগুলোকে তাইওয়ানের প্রেসিডেন্টের প্রতি এক সতর্কবার্তা হিসেবে দেখা যেতে পারে। রোববার তাইওয়ান তাদের জাতীয় দিবস পালন করতে যাচ্ছে, এবং তার পটভূমিতেই চীনা যুদ্ধবিমানের এই কর্মকাণ্ডকে দেখা হচ্ছে। এ নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী উদ্বেগ জানিয়ে বলেন, যে কোন সময় দুর্ঘটনাক্রমে গোলাগুলি শুরু হয়ে যেতে পারে। তিনি আরো বলেন, ২০২৫ সালের মধ্যে চীন তাইওয়ানের ওপর সর্বাত্মক হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।