তাজিকিস্তানের পক্ষে রাশিয়া তালেবানের বিরুদ্ধে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২১, ১:০৮:৪১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত পরিস্থিতির দিকে গভীর দৃষ্টি রাশিয়ার। তালেবানের সঙ্গে বিরোধে ‘প্রয়োজন হলে তাজিকিস্তানকে সর্বাত্মক সমর্থন’ দেবে মস্কো। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
তিনি বলেন, তালেবান প্রতিবেশী দেশগুলোর জন্য নিরাপত্তা সংকট তৈরি করবে না বলে এর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করবে বলে মস্কো আশা করছে। এরপরও প্রয়োজন হলে তাজিকিস্তানের সঙ্গে রাশিয়ার যে কৌশলগত মৈত্রী রয়েছে তার ভিত্তিতে দেশটির পক্ষে রাশিয়া শক্ত অবস্থান নেবে বলেও প্রত্যয় জানান জাখারোভা।
তাজিকিস্তানে রাশিয়ার ২০১ নম্বর সামরিক ঘাঁটির সেনারা এ ব্যাপারে সার্বক্ষণিক প্রস্তুতিতে রয়েছে বলেও জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এদিকে, ইমামআলী রাহমানের তালেবান বিরোধী শক্ত অবস্থানকে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে ঘোষণা করেছে তালেবান। কাবুল এ ব্যাপারে তাজিকিস্তানকে হুঁশিয়ার করে দিয়েছে। এছাড়াও গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর প্রতিবেশী তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামআলী রাহমান তালেবানের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন।
আফগানিস্তানের তালেবানবিরোধী কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে তাজিকিস্তান রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলেও মনে করা হয়।