১৪ নভেম্বর জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২১, ১০:৫৭:৩৮ অপরাহ্ন
লণ্ডন অফিস : বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটির এক বর্ধিত সভা গত ৩ অক্টোবর রোববার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি রায়হান আহমদ তাপাদার, সহ সভাপতি বদরুজ্জামান বাবুল, ট্রেজারার খান জামাল নুরুল ইসলাম, মাওলানা রফিক আহমদ রফিক, প্রেস সেক্রেটারী সৈয়দ জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, শামীম চৌধুরী, জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় আলোচনাক্রমে আগামী ২০-২৪ অক্টোবরের মধ্যে সদস্যপদ নবায়ন ও ১৪ নভেম্বর দ্বি-বার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।