দ্য গার্ডিয়ান’র প্রতিবেদন : মানসিক অবসাদের অভিনব চিকিৎসা উদ্ভাবন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২১, ১১:২১:৪১ অপরাহ্ন
সিলেট অফিস : ৩৬ বছরের সারাহ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার সবসময় মনে হতো তিনি আত্মহত্যা করবেন। তার এই মানসিক রোগের চিকিৎসার জন্য এক দল বিজ্ঞানী অভিনব এক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে সফল হয়েছেন। সারাহ এখন সম্পূর্ণভাবে সুস্থ।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল ওই নারীর ওপর নতুন এই পদ্ধতির প্রয়োগ করেন। তারা সারাহ’র মস্তিষ্কে একটি বিশেষ ধরণের বৈদ্যুতিক ইমপ্ল্যান্ট বসান। এর কাজ হল মস্তিষ্কের যে অংশটির কাজকর্ম অস্বাভাবিক হয়ে পড়েছে, সেই অংশকে সক্রিয় করে তোলা। আর এতে ওই নারী মানসিক অবসাদ থেকে মুক্তি পেয়েছেন।
আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা পত্রিকা নেচার মেডিসিনের বরাতে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ।
খবরে বলা হয়েছে, ব্যাটারিচালিত এই যন্ত্র যে শুধু মস্তিষ্কের বিভিন্ন অংশকে প্রয়োজনে সক্রিয় করে তুলতে পারে, তা-ই নয়; মস্তিষ্কের বিভিন্ন অংশের ভেতরে বিদ্যুৎতরঙ্গের পরিমাণ আর তার কমা-বাড়ার ওপরও কড়া নজর রাখতে পারে। নতুন এই চিকিৎসা পদ্ধতি সুস্থ হয়ে সারাহ বলেন, তার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। তিনি নতুন জীবন পেয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি একটি অভিনব উদ্ভাবন। এর ফলে গভীরভাবে মানসিক অবসাদে দীর্ঘদিন ধরে ভোগা রোগীকে সারিয়ে তোলা সম্ভব হবে, যা এত দিন কোনো চিকিৎসায়ই করা যেত না। ডর্টসমাউথের গাইসেল স্কুল অব মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর পল হোলঝহেমার বলেছেন, এটি সত্যি সত্যিই অভিনব পদ্ধতি। তবে মাত্র একজন রোগীর ওপর পরীক্ষায় সাফল্য এসেছে। ভবিষ্যতে এর বহুল ব্যবহারের জন্য আরও বহু রোগীর ওপর এই পদ্ধতি পরীক্ষা করে দেখতে হবে।