বিএনপিকে ভোট দেবে মানুষ কেন— এই প্রশ্ন করুন : প্রধানমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২১, ৬:৪৩:৪৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনুপম নিউজ ডেস্ক : বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচন কমিশনসহ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও প্রধানমন্ত্রী তাদের পাল্টা প্রশ্ন করতে বলেছেন— কেন জনগণ তাদের ভোট দেবে? আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের শাসনামলের তুলনা করে জনগণের প্রাপ্তি-অপ্রাপ্তির বিষয়গুলোও তিনি বিবেচনায় নিতে আহ্বান জানিয়েছেন সবার প্রতি।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদানসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর ওই সফর নিয়ে মতবিনিময় করতেই এ সংবাদ সম্মেলন আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষের জন্য যা কিছু করার, এখন পর্যন্ত আওয়ামী লীগই করেছে। এটি কারও ভালো না লাগলে তো বলার কিছু নেই। যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছে, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে তাদের কাছে প্রশ্ন করুন— মানুষ কেন তাদের ভোট দেবে? ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এবং ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মানুষ কী পেয়েছে আর আওয়ামী লীগের শাসনামলে মানুষ কী পেয়েছে, সেই তুলনা করুন এবং তারপরই বিবেচনা করুন।’
শেখ হাসিনা বলেন, ‘আমার সবসময় লক্ষ্য ছিল দেশের মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম। করোনা এসে কিছুটা বাধা দিয়েছে। তারপরও এমন ব্যবস্থা করলাম যে গ্রামে যেন অর্থ সরবরাহ হয়। উন্নত দেশগুলোতে কী পরিমাণ খাদ্যাভাব, জানেন না। সব খবর পত্রিকায় আসে না। কিন্তু আমি জানি ভেতরের অবস্থা কী। সেখান থেকে সবাইকে উৎপাদন চালু রাখার নির্দেশনা দিয়েছি, যেন অভাব না হয়। শিল্প কারখানা সীমিত আকারে হলেও চালু রাখতে বলেছি। ডিজিটাল বাংলাদেশ করেছি। এত সুবিধা পেয়েও গালিটা আবার আওয়ামী লীগের ওপর দিয়েই যাচ্ছে। এ নিয়ে আমার কিছু বলার নেই। কারণ বাঙালি চরিত্রেই আছে— কেউ ভালো করলে মুখ ঘুরিয়ে রাখতে হবে!’
বিএনপিসহ বিরোধী দলগুলোর নিজেদের আদর্শ নেই বলেই আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে চলেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘ওদের ভোট কে দেবে— আগে সেইটা জিজ্ঞাসা করুন। সাংবাদিকদের বলছি— কেন, কী কারণে কোন আশার আলো দেখে বিএনপি বা অন্যদের মানুষ ভোট দেবে— সেটা বলেন। শুনি, জেনে রাখি। আমরা কিছু করলাম কি না, এতটুকুও কিছু করতে পেরেছি কি না, তুলনা করুন। তারপর কথা বলুন।’