বিদেশ থেকে টাকা আসা কমলো, ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন সেপ্টেম্বরে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২১, ১২:০৬:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম মাস থেকে ধারাবাহিকভাবে কম আসছে বিদেশ থেকে টাকা। অর্থনীতির ভাষায় যাকে বলে রেমিট্যান্স প্রবাহ নিম্নগতি।
সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৭২ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন। এটি আগের ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের মে মাসে। ওই মাসে প্রবাসীরা ১৫০ কোটি মার্কিন ডলার পাঠায়। ফলে সেপ্টেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আগের ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন।
রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৭২ কোটি ৬৩ লাখ (১ দশমিক ৭২ বিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ৫০ পয়সা ধরে) পরিমাণ হয় ১৪ হাজার ৭৫৯ কোটি টাকা।
২০২০ সালের সেপ্টেম্বরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ২১৫ কোটি ১০ লাখ ডলার। ফলে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছর রেমিট্যান্স কমেছে প্রায় ২০ শতাংশ।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির বেশি প্রবাসী রয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স (প্রেরীত অর্থ) জিডিপিতে অবদান রেখেছে ১২ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০টি দেশ হলো- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, সিঙ্গাপুর ও ইতালি।


