আওয়ামী লীগ মানুষের বড় শত্রুতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২১, ১০:৪৩:৩৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : আওয়ামী লীগ মানুষের বড় শত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘এই যে রাষ্ট্র তারা তৈরি করেছে, এই রাষ্ট্র আমাদের রাষ্ট্র নয়। এই রাষ্ট্র কখনই আমরা চাইনি। আওয়ামী লীগ সেই জন্যই মানুষের বড় শত্রুতে পরিণত হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল, আমরা চমৎকার একটি রাষ্ট্র গঠন করব। যে রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, মানুষ কথা বলতে পারবে, মানুষের স্বাধীনতা থাকবে।’
তিনি বলেন, ‘যেখানে ৯৫ ভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে, সেই ইসলাম ধর্মের ওপর একের পর এক তারা আঘাত হানছে। দাড়ি টুপি পরা মানুষ দেখলেই তারা জঙ্গি বলছে। কত জনকে যে তারা হয়রানি করেছে, কত জনকে যে তারা তুলে নিয়ে গেছে তার হিসাব নেই। এই জঙ্গি শব্দ তুলে তারা পশ্চিমা বিশ্বের সহনুভূতি ও সমর্থন আদায়ের চেষ্টা করে।’
‘এদের কাছ থেকে যদি আমরা মুক্তি না পাই, তাহলে এই রাষ্ট্রকে আমরা টিকিয়ে রাখতে পারব না। এত দিনকার যে কৃষ্টি, যে ঐতিহ্য, সেটাও আমরা ধরে রাখতে পারব না। আমাদের সন্তানদের জন্য একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারব না’— বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘অনেকেই মনে করেন যে, বর্তমান সংকট বিএনপির সংকট, বিএনপির সংগ্রাম। সংকট বিএনপির নয়, সংকটটা গোটা জাতির। এই কথা আমাদের বুঝতে হবে এবং জাতিকে বোঝাতে হবে। আজকে গণতন্ত্র নেই, নির্বাচন হয় না। দুর্নীতির জন্য কোনো জবাবদিহিতা নেই। যে যেখানে যেমন খুশি ডাকাতি করছে, চুরি করছে। এর কোনো জবাবদিহিতা নাই। আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। এই রকম দেশ তো আমরা চাইনি। এ রকম দেশ তৈরি করেছে আওয়ামী লীগ।’
ই-কমার্স প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক দিন ধরে ই-কমার্স নামে একটি শব্দ নিয়ে আলোচনা হচ্ছে। ই-কমার্স হলো- যারা অনলাইনে কেনা-বেচা করে। শুধু ইভ্যালি নয়, প্রায় ১১/১২টি প্রতিষ্ঠান আছে, যারা মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে নিয়েছে। এদের বিরুদ্ধে সরকার আগে কোনো ব্যবস্থা নিতে পারেনি।’