রেডব্রিজ কাউন্সিল নির্বাচন : চার্চফিল্ড ওয়ার্ডে ৩ লিবডেম প্রার্থী মনোনীত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২১, ৯:২০:৫২ অপরাহ্ন
লণ্ডন অফিস : লিবারেল ডেমোক্রাটস (লিবডেম) আগামী বছরের মে মাসে অনুষ্ঠিতব্য রেডব্রিজ কাউন্সিল নির্বাচনে চার্চফিল্ড ওয়ার্ডে মার্টিন রোজনার, অ্যাশবার্ন হোল্ডার ও মোহাম্মদ অহিদ উদ্দিনকে কাউন্সিলর প্রার্থী মনোনীত করেছে।
শনিবার বিকালে এলমহার্স্ট গার্ডেনসে চার্চফিল্ড লিবডেমস ফোকাস টিম আয়োজিত এক সভায় রেডব্রিজ কাউন্সিলের লিবডেমের চেয়ারপারসন গুইনেথ ডেকিন্সের উপস্থিতিতে প্রার্থী বাছাই কমিটির সভাপতি ক্যাথি ডেভিস ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিতব্য কাউন্সিল নির্বাচনের জন্য এই তিন প্রার্থীর নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, আত্মনিবেদিত লিবারেল ডেমোক্র্যাটস মার্টিন রোজনার একজন সাবেক কাউন্সিলর, অ্যাশবার্ন হোল্ডার বিগত সাধারণ নির্বাচনে এমপি পদপ্রার্থী এবং মোহাম্মদ অহিদ উদ্দিন গত মে মাসে অনুষ্ঠিত রেডব্রিজ কাউন্সিলের উপনির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।
লিবডেমের আরও খবর : লিবডেমের সম্মেলনে স্যার এডওয়ার্ড ডেভির অভিযোগ…
মনোনীত তিন প্রার্থীই তাদের ভোটারদের উদ্দেশে বক্তৃতা করেন। লিবডেম তাদের দলীয় প্রার্থী করায় তারা লিবডেমের স্থানীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অচিরেই চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের একটি কর্ম দিবস অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন হিদার লিডল, সু রোজনার প্রমুখ। উল্লেখ্য, প্রবল বৃষ্টি উপেক্ষা করে সভার কার্যক্রম অব্যাহত রাখা হয়।