ভবানীপুরে বিপুল ভোটে জয় পেলেন মমতা বানার্জী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২১, ৭:৩২:২১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বহাল থাকছেন মমতা ব্যানার্জী। ভবানীপুরে বিপুল ভোটে জিতে এসেছেন ভারতের আলোচিত এ রাজনীতিবিদ। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপি-কে হারিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। এদিকে জয়ের পর প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর বিধানসভা আসনে উপনির্বাচন। ফলাফল ২ নভেম্বর।
এদিনে জয়ের খবর কালীঘাটে পৌঁছনোর পর বাড়ি থেকে বের হন মমতা। প্রথমেই ভবানীপুরের জনতাকে অভিনন্দন জানানোর পরই তাঁর ঘোষণা, ‘‘শান্তিপুর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন ব্রজকিশোর গোস্বামী। দিনহাটার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ। খড়দহ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।’’
আন্তর্জাতিক অন্য খবর : ব্রিটেনে সারাহ এভারার্ড হত্যাকারী পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
গোসাবা আসনেও উপনির্বাচন হবে। তবে সেই কেন্দ্রে কে প্রার্থী হবেন, তা সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর ঠিক হবে বলে জানান মমতা। এই কেন্দ্রে শাসক দলের প্রার্থী হওয়ায় দৌড়ে আছেন বাপ্পাদিত্য নস্কর ও সুব্রত মণ্ডল। সূত্র: আনন্দবাজার পত্রিকা




