নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: ফখরুল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২১, ৫:৪২:৪৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ‘নির্বাচন নির্বাচন খেলা আর হবে না’ বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন-নির্বাচন খেলা আর হবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ। এখনো সময় আছে। মানুষের ভাষা পড়েন, দেয়ালের ভাষা পড়েন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে সরে যান। নিরপেক্ষ সরকার ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না।’
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, ঐক্যবদ্ধভাবে দানবকে সরিয়ে দেই। আমাদের দায় আছে, বিএনপিকে এই দায় বহন করতে হবে। যখন আন্দোলনের ডাক আসবে, তখন রাস্তা বোঝাই করবেন, মাঠ বোঝাই করবেন। আন্দোলন ছাড়া এই দানবকে সরানো যাবে না। সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে গণঅভ্যুত্থান ঘটাতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘নিজের দিকে তাকান। বেগম খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। যখনই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, সিধা পথে হয়েছে। বাঁকা পথে ক্ষমতায় আসেননি। পেছনের পথ দিয়ে ক্ষমতায় আপনারা আসছেন। মঈন-ফখরুদ্দিনের সঙ্গে সন্ধি করে ক্ষমতায় এসেছেন; এ কথা দেশের মানুষ জানে। এখনও তাদের সঙ্গে আঁতাত করেই খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছেন। মিথ্যা মামলায় তারেক রহমান আট হাজার মাইল দূরে নির্বাসিত অবস্থায় আছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের যারা শত্রু, এইদেশে যারা গণতন্ত্র চায় না, তারাই ২০০১ সালের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামানোর সব অপচেষ্টা করেছে।’
প্রধান নির্বাচন কমিশনারের রাশিয়া সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কিছুদিন আগে রাশিয়া সফর করেছেন। ওই দেশেরও আমাদের মতো অবস্থা। বাংলাদেশের সঙ্গে কোনো পার্থক্য নাই। দিনের বেলায় কীভাবে ভোট চুরি করা যায়, সেটা তিনি দেখে এসেছেন। কিছুদিন পর তার মেয়াদ শেষ হচ্ছে, এখন ভালো কথা বেরোচ্ছে।’