ব্রিটেনে সারাহ এভারার্ড হত্যাকারী পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২১, ১০:২১:৪১ অপরাহ্ন
সারাহ এভারার্ড ও ওয়েইন কুজেনস
লণ্ডন অফিস : সারাহ এভারার্ডকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে এক পুলিশ কর্মকর্তা ওয়েইন কুজেনসকে আজীবন কারাদণ্ড দিয়েছে বৃটিশ আদালত। ওই পুলিশ কর্মকর্তা প্যারোলেও আর বের হতে পারবেন না বলে আদালতের রায়ে বলা হয়েছে। দুদিন শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দিয়েছেন আদালত।
গত ৩রা মার্চ সারাহ যখন এক বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন তখন ৪৮ বছর বয়সী কুজেনস তাকে অপহরণ করেছিলেন। আদালত প্রমাণ পেয়েছে যে, সারাহকে ধর্ষণের পর হত্যা করেন কুজেনস।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, এই রায় দিয়েছেন লন্ডনের কেন্দ্রীয় অপরাধী আদালতের বিচারক আদ্রিয়ান ফুলফোর্ড। তিনি বলেন, ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে অপরাধীকে বৃটেনের সর্বোচ্চ শাস্তি প্রদানে তিনি বাধ্য হয়েছেন। ৩৩ বছরের সারাহকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার দেখিয়ে হ্যান্ডকাফ পরান পুলিশ কর্মকর্তা কুজেনস। কোভিড-১৯ আইন ভাঙার জন্য গ্রেপ্তার করা হচ্ছে বলে কৌশল করেন তিনি। এরপর গাড়িতে করে তাকে লন্ডনের অনেক বাইরে নিয়ে যান তিনি।
সেখানেই তাকে ধর্ষণ এবং পরে হত্যা করেন কুজেনস। এরপরে সেই লাশ পুড়িয়ে দেয়া হয়। পরে লন্ডন থেকে ১০০ কিলোমিটার দূরে এশফোর্ডে সেই ছাই পাওয়া যায়। রায় ঘোষণার দিন আদালতে সারাহর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ জুন আসামি পুলিশ অফিসার আদালতে মেয়েটিকে অপহরণ, ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছিল।
সূত্র : নিউইয়র্ক টাইমস, ইয়াহু নিউজ, এবিসি নিউজ