বৃহত্তর দেউলগ্রাম কল্যাণ ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ৩১ অক্টোবর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪:১৪ অপরাহ্ন
লণ্ডন অফিস : বৃহত্তর দেউলগ্রাম কল্যাণ ট্রাস্ট ইউকে-র দ্বি-বার্ষিক সাধারণ সভা ৩১ অক্টোবর পূর্ব লন্ডনের অলগেট মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হবে। ট্রাস্টের নির্বাহী কমিটির এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল ২৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উত্তর লন্ডনের কোরিয়ান্ডা রেস্টুরেন্টে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি রফিক উদ্দিন। ফখরুল ইসলাম ও সুলতান আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই বর্ধিত সভায় অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ মাহবুব আহমেদ। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে গত এক বছরেরও বেশি সময় ট্রাস্টের নির্বাহী কমিটির কোনো সভা আয়োজন করা সম্ভব হয়নি।
বৃহত্তর দেউলগ্রাম কল্যাণ ট্রাস্ট ইউকে-র দ্বি-বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ অক্টোবর পূর্ব লন্ডনের অলগেট মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হবে বলে বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের কাউন্সিলর পদপার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন, এবাদ হোসেন, সালেহ আহমেদ, হেলাল উদ্দিন, শুয়েল আহমেদ, মাহবুব আলম, গুলজার হোসেন, রওশন আহমেদ, আবদুর রহিম টেকই, ফাত্তাহ, হারুনুর রশিদ, ফরিদ উদ্দিন, আফজল হুসেন, মন্জুর আহমেদ, শেবুল, দুলাল আহমেদ, ময়নুল ইসলাম, মনোয়ার হুসাইন, হাসান, হেলাল উদ্দিন (নাগপুর), আলতাব, আব্দুল আজিজ খাইরুল প্রমুখ।