কার্ডিফের শাহজালাল মসজিদে দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২১, ৩:০৭:২৭ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি : বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে মসজিদ কমিটির পক্ষ থেকে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত শুক্রবার জুম্মার পরে। এতে মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন যারা এখন ইহকালে নেই তাদের মাগফেরাত কামনা ও যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা কাজি ফয়জুর রহমান.। মাহফিলে কারি শাহ্ মোহাম্মদ তসলিম, হাফিজ হাবিবুর রহমান, ও হাফিজ আনসার মিয়া ও কমিউনিটির নেতৃবৃন্দসহ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়ার মাহফিল ও সিন্নির সাবিক ব্যাবস্থাপনায় ছিলেন
শাহ জালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আক্তারুজ্জামান কোরেশী (নিপু), সেক্রেটারি এস,আই চৌধুরী (বাবলু), ট্রেজারার সামসুল আলম উজ্জ্বল, হামিদুর রহমান (লিলু), এম ময়নু চৌধুরী, আব্দুল বাছিত (বাচ্চু), আলহাজ্ব আব্দুল মুকিত (বাদল), ফানির মিয়া তরফদার (সেলিম) ,এম,ডি কয়েস মনসুর আহমদ, শেখ সুমন তরফদার, ও শামীম চৌধুরী।
এছাড়া গত রোববার ইলি কবরস্থান জিয়ারত করা হয়।