বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে নিসচার মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে নিসচা বড়লেখা উপজেলার শাখার মতবিনিময়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাস সাথে নিসচার মতবিনিময় করা হয়। নিসচা বড়লেখা উপজেলার শাখার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ডাঃ রত্নদীপ বিশ্বাস কে অভিহিত করা হয়। এসময় বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাস বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রম প্রশংসার দাবীদার এবং সকল কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আমান হাসান, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, শুভাকাঙ্ক্ষী লিমন আহমদ সহ প্রমুখ।