চীনের ২৫ বাণিজ্য অঞ্চল আফ্রিকায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৯:২৬ অপরাহ্ন
সিলেট অফিস : আফ্রিকা মহাদেশের ১৬টি দেশে মোট ২৫টি অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা অঞ্চল প্রতিষ্ঠা করেছে চীন। সম্প্রতি প্রকাশিত চায়না-আফ্রিকা ইকোনমিক অ্যান্ড ট্রেড রিলেশনশিপ অ্যানুয়াল রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়া’র প্রকাশিত খবরে বলা হয়েছে, ২৬-২৯ সেপ্টেম্বর চীনের হুনান প্রদেশে দ্বিতীয় চায়না-আফ্রিকা ইকোনমিক অ্যান্ড ট্রেড এক্সপো আয়োজনের প্রাক্কালে এ রিপোর্ট প্রকাশ হয়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ২০২০ সালের শেষ নাগাদ বাণিজ্য সহযোগিতা অঞ্চলগুলোতে ৬২৩টি উদ্যোগ চালু হয়েছে। এতে মোট বিনিয়োগ হয়েছে ৭৩৫ কোটি ডলার। উদ্যোগগুলোর ফলে আফ্রিকার দেশগুলোতে ৪৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছর আফ্রিকায় চীনা বিনিয়োগ হয়েছে ২৯৬ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম সাত মাসে আফ্রিকায় চীনের প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) হয়েছে ২০৭ কোটি ডলার।