কুয়েতে ডেজার্ট লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২০:৩৫ অপরাহ্ন
কুয়েত প্রতিনিধি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ ২৮টি দলের অংশগ্রহণে কুয়েতে ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত শিরোপা জয়ী দল ভারতের ইকোভার্ট এফএম। রানারআপ হয়েছে কুয়েত সুইডিশ কোম্পানির দল।
টুর্নামেন্টে তৃতীয় স্থান জয়ী হয়েছে প্রবাসী বাংলাদেশিদের দল বাংলাদেশি জিলিব প্রবাসী ক্লাব। টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আবুল হোসেন, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ। আরও উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মী ও কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।