সাবিনা নেছা হত্যার প্রতিবাদ, মৌন মিছিল, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ৯:৪০:১৬ অপরাহ্ন
লণ্ডন অফিস : ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেছার (২৮) রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় বাংলাদেশী কমিউনিটি, ব্রিটিশ কমিউনিটি, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মেয়র, কাউন্সিলার, পুলিশসহ ব্রিটেনের সর্বস্তরের হাজার হাজার মানুষ এই মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করেন।
গত শনিবার ১৮ সেপ্টেম্বর বিকালে সাবিনা নেছার মৃতদেহ পাওয়া যায় সাউথ ইষ্ট লণ্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারেরর পাশে। সাবিনা নেছা লুইশাম রাশিগ্রীন প্রাইমারী স্কুলের শিক্ষিকা ছিলেন । দ্যা ডিপোট বার নামের একটি পাবে সাবিনার যাওয়ার কথা ছিল। তাই তিনি তার বাসা থেকে পার্ক হয়ে পাবের দিকে যাচ্ছিলেন। এদিকে নিজের ঘর থেকে বন্ধুর সাথে দেখার করার সময় মাত্র পাঁচ মিনিট পথের দূরত্বে পথে মর্মান্তিক ভাবে নিহত হন সাবিনা নেছা।
স্কুলটির প্রধান শিক্ষক সাবিনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন যে, তিনি অমায়িক ব্যবহারের অধিকারী ও একজন ভাল শিক্ষক ছিলেন ।মৃত সাবিনা নেছার দেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে ।
পুলিশ ঘটনার তদন্ত করছে। এ পর্যন্ত খুনি সন্দেহে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে বন্ড সই দিয়ে পরে ছেড়ে দেন। এরপর সিসিটিভির ফুটেজ দেখে ৩৮ বৎসরের একজনকে গ্রেফতার করেছে।
সাবিনা নেছার মৃত্যুর কারণ উৎঘাটনের জন্য মেট পুলিশ কাজ করে যাচ্ছে। তবে এই মৃত্যুতে বাংলাদেশীদের মধ্যে গভীর উৎকন্ঠা বিরাজ করছে।