বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৮:২২ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন (৮০) কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
শুক্রবার রাত ৮:৩০ মিনিটে গল্লাসাঙ্গন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল হকের উপস্থিতিতে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করে।
পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।