এমপি হাবিবুর রহমান হাবিব ওমরা হজ্ব সম্পন্ন করেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২:০৮:৩২ অপরাহ্ন
ওমরা হজ্ব পালনের সময় মক্কা মোকাররামায় কাবাঘর সংলগ্ন সাফা ওয়া মারওয়াতে সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব।
সিলেট অফিস : সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব ওমরা হজ্ব সম্পন্ন করেছেন মক্কা মোকাররামায় গতকাল শুক্রবার ২৪ সেপ্টেম্বর। ফেসবুকে তিনি এ তথ্য সচিত্র জানিয়েছেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর বেলা পৌনে তিনটায় তিনি জেদ্দার উদ্দেশে রওনা হয়ে সৌদি এয়ার লাইন্সের ফ্লাইটে সন্ধ্যায় জেদ্দা পৌঁছেন।
গত ৪ আগস্ট সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করেন হাবিবুর রহমান হাবিব। আওয়ামী লীগ প্রার্থী হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙল প্রতীকে ২৪ হাজার ৭৫২ ভোট পেয়েছিলেন।