ইউনিয়ন ব্যাংকের ভল্ট থেকে ১৯ কোটির খবর নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২:২১:৪২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ইউনিয়ন ব্যাংকের ভল্টে ১৯ কোটি টাকার গরমিল। নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে ব্যাংকের গুলশান শাখার ভল্ট থেকে এতোগুলো টাকা কই গেল-এ প্রশ্ন সংশ্লিষ্টদের মুখে মুখে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল এ তথ্য উদঘাটন করে।
জানা গেছে, কাগজে-কলমে শাখার ভল্টে ৩১ কোটি টাকা দেখানো হলেও প্রকৃত পক্ষে পাওয়া গেছে ১২ কোটি টাকা। বাকি ১৯ কোটি টাকার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারেনি কর্তৃপক্ষ। এরপর বিষয়টি ধামা চাপা দিতে নানা তৎপরতা শুরু হয়।




