৬ মাসের ভিতর ডাম্পিং জোন : পারাইরচকে সিসিকের বর্জ্য রাস্তা থেকে ৬ শ মিটার দূরে ফেলা হবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২১, ৯:৪৭:৩৯ অপরাহ্ন
সিলেট অফিস : পারাইরচকে সিসিকের আবর্জনা প্রধান সড়ক থেকে ৬ শ মিটার দূরে ফেলা হবে বলে জানিয়েছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। ফলে গাড়িতে ঐ রাস্তার কিছু অংশ পার হতে আর নাক-মুখ ধরে পার হতে হবে না।
সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিব কিছুক্ষণ আগে তাঁর ফেইসবুক পেইজে লিখেছেন-
‘‘দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় সিলেট সিটির ময়লা-আবর্জনা এখন থেকে মূল সড়কের ৫০০ থেকে ৬০০ মিটার দূরে ফেলা হবে।এবং আগামি ৬ মাসের ভিতরে তা ডাম্পিং জোন করা হবে।এতে দক্ষিন সুরমার মানুষের ভোগান্তি লাঘব হবে বলে আমি মনে করি।
দক্ষিন সুরমার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে
আজ সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর সাথে এ ব্যপারে আমার কথা হয়েছে।
এছাড়াও দক্ষিন সুরমা টেকনিক্যাল রোডের শাহপরান মিলের সামনের রাস্তা দ্রুত সংস্কার করা হবে বলে মেয়র সাহেব আমাকে আশ্বাস দিয়েছেন।
আশা করি শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।’’




