করোনা : দেশে আরও ২৬ মৃত্যু, নতুন শনাক্ত ১৫৬২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২১, ৫:১০:১২ অপরাহ্ন
সিলেট অফিস : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫৬২ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ২৭৭ জনে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।