“বাংলার বাঘের উত্থান…. নজর দিন’’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২১, ৩:০১:২২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে সুইজারল্যান্ডে সোমবার থেকে দুইদিন ব্যাপী ‘রোড শো’ শুরু হয়েছে। ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শিরোনামের এই রোড শোতে বাংলাদেশের শেয়ারবাজারসহ সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে।
সোমবার সুইজারল্যান্ডের জুরিখ শহরের দ্য ডলডার গ্রান্ড হোটেলের বলরুমে অনুষ্ঠিত রোড শো’র প্রথম দিনের অধিবেশনে আলোচক হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। অধিবেশন শেষে নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এক টুইট বার্তায় রাষ্ট্রদূত লিখেছেনঃ
“বাংলার বাঘের উত্থান। এই দেশ এর দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং দক্ষ তরুণ কর্মশক্তির দিকে ভালোভাবে নজর দেওয়ার জন্য আজ জুরিখে আমি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা উপস্থাপনের জন্য প্যানেলে যোগদান করতে পেরে সম্মানিত বোধ করছি।”
উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), তারই অংশ হিসেবে এই রোড শো’র আয়োজন করা হয়েছে।