তৃতীয় বার সরকার গঠন করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:২৩:৫৯ অপরাহ্ন
সিলেট অফিস : তৃতীয় বার সরকার গঠন করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় সংখ্যালঘু সরকার গঠন করতে হবে ট্রুডোকে। এডমনটন জার্নাল আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। ২০১৯ সালেও সংখ্যালঘু সরকার গঠন করেছিলেন ট্রুডো।
এর আগে কানাডার সিটিভি নিউজ জানিয়েছিল, ট্রুডোর দল লিবারেল পার্টিই টানা তৃতীয়বারের মতো জিততে যাচ্ছে এবং তারা সংখ্যালঘু সরকার গঠন করবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো সরকার গঠন করেন ট্রুডো। সেসময় তিনি জো ক্লার্কের পর কানাডার দ্বিতীয় কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর পুত্র।