যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২১, ৮:০২:৫১ অপরাহ্ন
লণ্ডন অফিস : লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হলো গতকাল ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যেগে সাহিত্য সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সাথে এতে সংগঠনের পক্ষ থেকে নাট্যকলায় কমনওয়েলথ স্কলারশীপে পিএইচডি অর্জন করায় সুদীপ চক্রবর্তীকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দিয়েছেলন প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর আয়েশা খানম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, সুদীপ চক্রবর্তী।
সংগঠনের সভাপতি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ’র পরিচালনায় শুরুতেই সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে আগামী দুই বছরের জন্যে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন।
সভায় বিশেষ অতিথি স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর আয়েশা খানম, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, প্রবাসে বাংলা বইমেলাসহ বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসার ও লালন করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। ডঃ সুদীপ চক্রবর্তীকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়।
সুদীপ চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন, আমি সত্যিই অভিভূত। আমি মাত্রই আমার পিএইচডি শেষ করলাম। এর মাঝেই আমাকে যেভাবে আপনারা সম্মানিত করলেন, যুক্তরাজ্যের বাঙালিদের কাছে আমার ঋণের বোঝা ভারী হয়ে রইল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অর্থনৈতিক স্বনির্ভরতায় আপনারা যেভাবে ভূমিকা রেখেছেন, শিল্পে সাহিত্যেও একইভাবে ভূমিকা রাখছেন। মাসব্যাপী বাংলা নাট্যউৎসবের সাথে আমি বিগত অনেক বছর ধরেই জড়িত আছি। বাংলাদেশ থেকে শিল্পী, সাহিত্যিকরা যুক্তরাজ্যে আসেন, কিন্ত যুক্তরাজ্যের কাউকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়না। এখন সময় এসেছে সেই সেতু বন্ধনের। যুক্তরাজ্যের চতুর্থ প্রজন্মদেরকে বিশেষ করে, আপনাদের এই চর্চার আওতায় নিয়ে আসা জরুরি৷ অন্যথায় আপনাদের এই শ্রম, প্রচেষ্ঠা ব্যর্থ হয়ে যাবে। সুদীপ চক্রবর্তী বলেন, আমার সাধ্যের ভিতর, যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থাকব।
অনুষ্ঠানে আবৃত্তি করেন, সালাহ উদ্দীন শাহীন, বর্ণালী চক্রবর্তী ও শতরুপা চৌধুরী৷ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসে যোগ দিয়েছিলেন বাংলা ভাষার কবি সাহিত্যিকগণ, তাঁদের স্বরচিত কবিতা পাঠ আকর্ষণীয় করে তোলে অনুষ্ঠানটিকে। শেষ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করেন মোস্তফা মিলন ও ইভা রহমান।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কাউন্সিলর শাহ সোহেল আমীন, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, সাবেক সভাপতি, ফারুক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুল প্রমুখ।