আইপিএল শুরু হচ্ছে কাল থেকে আবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২১, ৭:৩৮:১৬ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক : ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) করোনার কারণে মে মাসে মাঝপথে থমকে গিয়েছিল। স্থগিত আইপিএল এবার বসছে সংযুক্ত আরব আমিরাতে। রাত পোহালেই আরব দেশটিতে শুরু হবে ১৪তম আইপিএলের বাকি অংশের মাঠের উন্মাদনা।
ভারতে ১৪তম আইপিএল শুরু হয়েছিল গত এপ্রিলের শুরুতে। ওই সময়টাতে দেশটির করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে গেলে আইপিএল চালিয়ে নেওয়া নিয়ে বেশ সমালোচনা উঠে। আইপিএল কর্তৃপক্ষ তবুও টুর্নামেন্ট এগিয়ে নেওয়ার ব্যাপারে অটল ছিল। তবে অল্প কয়েক দিনের ব্যবধানে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের বেশ কিছু ক্রিকেটার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পড়লে আইপিএল বন্ধ করতে অনেকটা বাধ্যই হয়েছে কর্তৃপক্ষ।
স্থগিত হওয়ার সময় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দিল্লি ক্যাপিটালস। ওই অংশে ৮ ম্যাচের ৬টিতেই জিতেছিল ঋষভ পন্তের দল। টেবিলের এরপর ছিল যথাক্রমে- চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আরব আমিরাতে দলগুলো নিশ্চয় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার ভাবনায় মশগুল। পয়েন্ট টেবিলে দ্রুত ওলট-পালটের একটা সম্ভবনা আছে।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, ফলে নিজেদের একটু ফসরত দিতে স্থগিত আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অনেক বড় তারকা। বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জোফরা আর্চার, ক্রিস ওকস, প্যাট কামিন্সের মতো তারকারা আইপিএল খেলবেন না। এতে টুর্নামেন্টের জৌলুস কমবে নিশ্চই, দলগুলোর শক্তিও কমেছে-বেড়েছে।
এসব রোমাঞ্চ আরব আমিরাত থেকে ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশেও এসে পৌঁছাবে। কারণ বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এবারও গেছেন আইপিএল খেলতে। কয়েক মৌসুম পর এবার কলকাতা নাইট রাইডার্সে ফেরা সাকিব অবশ্য স্থগিত হওয়ার আগে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। জাতীয় দলের হয়েও সম্প্রতি টি-টোয়েন্টি ফর্মটা ভালো যাচ্ছে না সাকিবের।
তবে মোস্তাফিজুর রহমান আছেন দারুণ ফর্মে। দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার। আমিরাতে উইকেটেও কাটার ধরার কথা। সে হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে আলো ছড়ানোর সম্ভবনা মোস্তাফিজের। স্থগিত হওয়ার আগে রাজস্থানের হয়ে ভারতের মাটিতে বেশ ভালোই বোলিং করেছেন বাংলাদেশি তরুণ।
সাকিব-মোস্তাফিজকে মাঠে দেখতে একটু দেরি করতেই হচ্ছে বাংলাদেশি সমর্থকদের। কাল স্থগিত আইপিএলের শুরুর দিনে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিবের কলকাতা মাঠে নামবে পরশু, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মোস্তাফিজের রাজস্থান মাঠে নামবে ২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। কলকাতা, রাজস্থান সাকিব-মোস্তাফিজকে কবে একাদশে রাখার মনস্থির করবে সেটাও প্রশ্ন।