সিলেটে এবার ৪৮ হাজার ১১৪ মে. টন চাল সংগ্রহ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১:৩৬:২৬ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট বিভাগে এবারের ইরি-বোরো মৌসুমে ৪৮ হাজার ১১৪ মেট্রিক টন চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। সংগ্রহকৃত চালের দাম ১৯০ কোটি টাকারও বেশি। যদিও এবার সিদ্ধ ও আতপ মিলিয়ে ৫০ হাজার ৩৬৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। তবে, গত বছরের চেয়ে এবার লক্ষ্যমাত্রা কমলেও ২ হাজার ২৫৪ মেট্রিক টন চাল কম সংগ্রহ হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খাদ্য অধিদপ্তর সিলেটের আঞ্চলিক পরিচালক মো. মঈন উদ্দিন জানান, অন্যান্য বছরের তুলনায় এবার সিলেট বিভাগে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়েছে। সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা পূরণে কিছুটা পিছিয়ে থাকলেও আতপ চাল টার্গেট অনুযায়ী সংগ্রহ করা হয়েছে। চাল কলের মালিকদের সাথে আগে থেকেই যোগাযোগ রাখায় তারা সময়মতো সরকারি খাদ্য গুদামে চাল দিতে পেরেছেন।
সিলেট জেলায় ৩ হাজার ৮৩৬ মেট্রিক টন আতপ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৩ হাজার ৮৮৬ মেট্রিক টন।
সুনামগঞ্জ জেলায় ৯ হাজার ৯৭৭ মেট্রিক টন আতপ চালের বিপরীতে ৯ হাজার ৯৭৫ দশমিক ৫১০ মেট্রিক টন সংগ্রহ করা হয়।
মৌলভীবাজার জেলায় ২ হাজার ৫৭ দশমিক ১৯০ মেট্রিক টন আতপ চালের বিপরীতে সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৫৭ দশমিক ১৮০ মেট্রিক টন।
হবিগঞ্জ জেলায় ২ হাজার ২৫৩ মেট্রিক টন আতপ চালের বিপরীতে ২ হাজার ২৫২ দশমিক ৯৩০ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে।
মোট সংগ্রহকৃত আতপ চালের পরিমাণ হচ্ছে ১৮ হাজার ১৭১ দশমিক ৬২০ মেট্রিক টন। এবারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৫৭ মেট্রিক টন আতপ চাল কম সংগ্রহ হয়েছে।
এবার প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা ও প্রতি কেজি আতপ চাল ৩৯ টাকা করে কেনা হয়। ৭ মে থেকে শুরু হয়ে আতপ চাল সংগ্রহ চলে ৩১ আগস্ট পর্যন্ত। সিদ্ধ চাল সংগ্রহ শুরু হয় ১২ মে। ৩১ আগস্ট পর্যন্ত সিদ্ধ চাল সংগ্রহ করা হয়।