হার্ট ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট : ২০ সেপ্টেম্বর লণ্ডনে ডোনারদের সম্মাননা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১:৪৯:২১ অপরাহ্ন
লণ্ডন অফিস : বিশ্বে নানা রোগে মৃত্যুবরণকারীদের প্রায় ৩০ শতাংশ হার্টের রোগি। এই সমস্যা বাংলাদেশে আরও বেশী। এমন বাস্তবতায় সিলেটে নির্মিত হয়েছে বহুতল হার্ট ফাউণ্ডেশন। এখন হাসপাতালটির সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
হার্টের রোগীদের সেবা দানের লক্ষ্যে সিলেটে ২০০৬ সালে এই হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু হয়। মানুষের জীবনের জন্যে গুরুত্বপূর্ণ এ হাসপাতাল উদ্বোধন হয় ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। দিন দিন রোগীর সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু স্থান সংকুলান না হওয়ার কারণে অনেকেই এই প্রতিষ্ঠানের সেবা নিতে পারছেন না। নান্দনিক এই হাসপাতালের সেবার পরিধি ও মান বৃদ্ধি করার লক্ষ্যে হাসপাতালটি প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসীরা সাহায্য করে আসছেন।
সম্প্রতি হাসপাতালটির সিক্স ফ্লোর তৈরির জন্যে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত ‘ফ্রেন্ডস অফ হার্ট ফাউণ্ডেশন সিলেট’ নামের সংগঠনটি শুরু থেকেই হাসপাতালটির উন্নয়নে সহযোগিতা করে আসছে। বর্তমানে সিক্সথ ফ্লোর নির্মাণেও সংগঠনটির তৎপরতা অব্যাহত রয়েছে। প্রজেক্টের প্রধান ‘চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপি-র নেতৃত্বে অর্থ সংগ্রহ করা হচ্ছে।
হাসপাতালটিতে সিক্স ফ্লোর নির্মাণ প্রকল্পে প্রবাসীদের কাছ থেকে সাহায্য আহ্বান করা হয়েছে। সেই লক্ষ্যে আগামী ২০ সেপ্টেম্বর লণ্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে চ্যারিটি ডিনার এবং নতুন পুরাতন দাতাসদস্যদের সম্মাননা সার্টিফিকেট প্রদান।
সিক্স ফ্লোর প্রজেক্টের প্রধান আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপি ও ফ্রেন্ডস অফ হার্ট ফাউণ্ডেশন ইউকে-র সাধারণ সম্পাদক মিসবাহ জামাল কমিউনিটির সবাইকে ফাণ্ড রাইজিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে মানুষের জীবনের জন্যে গুরুত্বপূর্ণ এ হাসপাতালের সিক্স ফ্লোর নির্মাণ কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।