রাগিব রাবেয়া মেডিক্যালে রোগীর মৃত্যু : সংঘর্ষে আহত ১০, সড়ক অবরোধ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২১, ৮:৫৬:২২ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন সিলেট জেলা ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপ শ্রমিকরা।
নিহত মহিলার ছেলে এ সংগঠনের একজন সদস্য হওয়ায় এবং তাকে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা মারপিট করায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তারা সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিধবাজারে বৈরাতি কমিউনিটি সেন্টারের সামনে অবরোধ করেন। এতে কয়েক মিনিটের মধ্যে দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুটি ট্রাক রাস্তায় এলোপাতাড়ি রেখে শ্রমিকরা অবরোধ করে মিছিল দিচ্ছেন। এসময় শ্রমিকরা ওই মহিলার স্বজনদের মারপিটের প্রতিবাদ জানান এবং ভুল চিকিৎসায় মৃত্যুর বিচার চান।
এর আগে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা আলাউদ্দিনের স্ত্রী ফুলজান বেগমের (৭৩) মৃত্যুর ঘটনায় রোগীর স্বজন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা (বিকাল পৌনে ৫টা) পর্যন্ত রাগীব-রাবেয়া মেডিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখনও শান্ত হয়নি এবং থমথমে অবস্থা বিরাজ করছে।
ফুলজান বেগমের স্বজনদের অভিযোগ, ৩ দিন আগেই ভুল চিকিৎসায় মারা গেছেন তিনি এবং মৃত্যুর পরও টাকা আদায়ের লক্ষ্যে লাশ আইসিইউতে রেখে দেন মেডিকেল কর্তৃপক্ষ।