সিলেট-৩ আসনের হাবিব এমপি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২১, ৫:১৬:৫৩ অপরাহ্ন
সিলেট অফিস : প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
তিনি কাল জাতীয় সংসদ অধিবেশনে প্রথম ভাষণ দেয়ার কথা। অধিবেশনে যোগ দেয়ার একদিন আগে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন।
গত ৪ আগস্ট সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করেন হাবিবুর রহমান হাবিব। আওয়ামী লীগ প্রার্থী হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙল প্রতীকে ২৪ হাজার ৭৫২ ভোট পান।
৭ সেপ্টেম্বর হাবিবুর রহমান হাবিবকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
১২ সেপ্টেম্বর রোববার সংসদ সদস্য হিসেবে হাবিবুর রহমান হাবিব শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিকাল ৪টায় সংসদ ভবনের শপথ কক্ষে তার শপথ বাক্য পাঠ করান।