সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিব পরশু জাতীয় সংসদে ভাষণ দেবেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১:২১:০৪ অপরাহ্ন
এমপি হিসাবে শপথ গ্রহণের দিন হাবিবুর রহমান এমপি জাতীয় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে।
সিলেট অফিস : সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন।
আগামী পরশু ১৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকাল ১১টায় তিনি প্রথমবার সংসদে ভাষণ দেবেন।
কিছুক্ষণ আগে হাবিব এমপি ফেইসবুকে জানিয়েছেন এ খবর। তিনি সবাইকে দোয়া করতে বলেছেন। তিনি লিখেছেন-
‘‘আলহামদুলিল্লাহ। সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগদান করতে যাচ্ছি।
আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সিলেট -৩ এর উন্নয়নে এবং এই দেশের মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে পারি।
আগামীকাল সকাল ১১.০০ টায় আমি মহান জাতীয় সংসদে প্রথমবারের মতো ভাষণ দিবো।
আমার জন্য আপনারা দোয়া করবেন।’’
এর আগে ১৩ সেপ্টেম্বর হাবিবুর রহমান হাবিব এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ জেলা এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
তার আগের দিন হাবিব এমপি সংসদ ভবনে শপথ গ্রহণের পর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
গত ৪ আগস্ট সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করেন হাবিবুর রহমান হাবিব। আওয়ামী লীগ প্রার্থী হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙল প্রতীকে ২৪ হাজার ৭৫২ ভোট পান।