সিলেটে করোনা থেকে গত একদিনে সুস্থ হয়েছেন ২০০, মৃত্যু ১, নতুন আক্রান্ত ৬৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১:৩৬:০৩ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। এ সময়ে নতুন ৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিনের চেয়ে এ সংখ্যা বেশি।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ২৪ জনসহ সিলেটে ৪২ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ১০ জন ও হবিগঞ্জের ৮ জন শনাক্ত হন। ৯১৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৬.৮৮।
এর আগের চব্বিশ ঘন্টায় ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। গত ৮ সেপ্টেম্বর ১১৭ জন, ৯ সেপ্টেম্বর ৭১ জন, ১০ সেপ্টেম্বর ৬৭ জন ও গত ১১ সেপ্টেম্বর ৫৩ জন করোনা রোগী শনাক্ত হন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন আরো ২০০ জন। বিভাগে সবমিলিয়ে সুস্থ হয়ে ওঠেছেন ৪৬ হাজার ৫৮১ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১৪৪ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।