হাবিব এমপি টুঙ্গিপাড়া যাচ্ছেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন গতকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:১০:১১ অপরাহ্ন
ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন হাবিবুর রহমান হাবিব এমপি।
সিলেট অফিস : সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত হাবিবুর রহমান হাবিব এমপি শপথ গ্রহণের পর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
গত ৪ আগস্ট সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করেন হাবিবুর রহমান হাবিব। আওয়ামী লীগ প্রার্থী হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙল প্রতীকে ২৪ হাজার ৭৫২ ভোট পান।
অপরদিকে, বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী মোটর গাড়ি প্রতীকে ৫ হাজার ১৩৫ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া পান মাত্র ৬৪০ ভোট। তারা দুজনই হারান জামানত।
উল্লেখ্য, আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন হাবিবুর রহমান হাবিব এমপি। আধা ঘণ্টা আগে তিনি ফেইসবুকে জানিয়েছেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে টুঙিপাড়া যাচ্ছি।সাথে আছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট নাসির উদ্দিন খান সহ দক্ষিন সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আমার ইচ্ছা ছিল তিন উপজেলায় দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে জাতির পিতার মাজার জিয়ারত করতে।কিন্তু আজকে সংসদ অধিবেশন না থাকায় গতকাল হঠাৎ করে সিদ্ধান্ত নিই আজ টুঙিপাড়া যাচ্ছি।’’