‘যদি শিক্ষক-কর্মকর্তা স্বাস্থ্যবিধি না মানেন, দ্রুত কঠোর ব্যবস্থা’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:২৭:৩২ অপরাহ্ন
শিক্ষামন্ত্রী দিপু মনি (ফাইল ছবি)
অনুপম নিউজ : ‘‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি অবহেলাজনিত স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটে, যদি কোনো শিক্ষক-কর্মকর্তা স্বাস্থ্যবিধি না মানেন, তাহলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে’’ বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে স্কুল-কলেজ খোলার পর রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, তিনি নিজেই শিক্ষাপ্রতিষ্ঠানে ঝটিকা সফরে বের হবেন। এ সময় যদি মাউশি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় এনে গত বছরের ১৭ মার্চ থেকে প্রায় ১৮ মাস কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
এর আগে ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে, পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৫ সেপ্টেম্বর সচিবালয়ের মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে ডা.দিপু মনির সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে আজ ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।