খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:০৪:২১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়াচ্ছে সরকার। সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে এমন মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।
গতকাল আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেছিলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছি।
সম্প্রতি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। ২৫ মাস কারাভোগের পর করোনা পরিস্থিতিতে গত বছর ২৫ মার্চ তার সাজা শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এরপর কয়েক দফায় সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।